top of page

নিয়মাবলী

বাংলা সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যের জন্য কিছু করার লক্ষ্যে পথচলা শুরু ২০১২ সালে। পত্রিকায় ভিন্ন স্বাদের গল্প, কবিতা, প্রবন্ধ, অণুগল্প, ফিচার, ভ্রমণ কাহিনী, হাতে আঁকা ছবি এবং ফোটোগ্রাফি নেওয়া হয়। 

লেখা পাঠানোর আগে মাথায় রাখবেন

১- ধর্মীয় এবং রাজনৈতিক প্ররোচনামূলক লেখা গ্রহণ করা হবেনা।

২- লেখা আমাদের মেইল আইডিতে পাঠাতে হবে। সাবজেক্টে কোন সংখ্যার জন্য লেখা দিচ্ছেন, উল্লেখ করবেন।

৩- ওয়ার্ড ফাইলে (.doc, .docx) অথবা মেইল বডিতে টাইপ করে লেখা পাঠাবেন। PDF ফাইল গ্রহণ করা হবেনা  

৪- একটি সংখ্যার জন্য একাধিক লেখা, ছবি পাঠাতে পারেন। পূর্বে কোনও পত্রিকায় প্রকাশিত লেখা পাঠাবেন না।

ফটোগ্রাফি /আঁকা

১) ফোটোগ্রাফ অবশ্যই  নিজের তোলা  হতে হবে।

২) hd quality হতে হবে।

৩) আঁকা পাঠাতে হলে ছবির পারসপেক্টিভ ঠিক থাকতে হবে।

৪) jpg অথবা tiff format এ পাঠাতে হবে।।।

লেখা নির্বাচন এর ক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত। এবং লেখার মৌলিকত্ব যাচাইয়ের দায়িত্ব সম্পাদকমন্ডলীর নয়।

font.png
bottom of page