
সংযোগ

Notice
বসন্ত উৎসবের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি আমরা। এই উৎসবের সময়ে আমরা খোলা হাওয়া পত্রিকার আগামী সংখ্যার জন্য কাজ শুরু করছি৷ আগামী সংখ্যা, বর্ষায় প্রকাশিত হবে৷
আগামী সংখ্যার জন্য লেখা নেওয়া শুরু হচ্ছে৷
গল্প, কবিতা, অণুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী পাঠিয়ে দিন আমাদের কাছে৷ আপনার আঁকা ছবি, বা ফোটোগ্রাফিও পাঠাতে পারেন৷
আগামী সংখ্যার জন্য লেখা পাঠান
themagazinekholahaoa@gmail.com এ।
মেইল বডিতে কপি পেস্ট করে বা ডকুমেন্ট ফরম্যাটে লেখা দেবেন। কোনও জিজ্ঞাস্য থাকলে মেইল করতে পারেন কিংবা হোয়াটস্যাপ করতে পারেন ৯০৬২৩৪২৬৩৭ অথবা ৭২৭৮৬১১৭৪৩ নম্বরে।
PDF গ্রহণ করা হবে না।
লেখা পাঠানোর শেষ দিন ৩০শে এপ্রিল।
দেরী না করে পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি।
আপনার যদি আরও তথ্যের প্রয়োজন হয়, আপনার, প্রস্তাব দিতে চান তবে যোগাযোগ করুন ইমেলের মাধ্যমে । আপনি ফোন বা whats app-ও করতে পারেন নিচে দেওয়া নম্বরে।
আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে ফিরে আসব।
