top of page
Colorful-cupcakes-cream-fireworks-sparks

বন্ধুরা,


আজ থেকে ৭ বছর আগে আমরা আত্মপ্রকাশ করেছিলাম। মাঝখানে বিভিন্ন কারণে আমাদের সংস্করণের কাজ হয়নি। 'খোলা হাওয়া'' ত্রৈমাসিক পত্রিকার নতুন রুপে আত্মপ্রকাশ জানুয়ারি , ২০১৬। ই-ম্যাগাজিন হিসাবে প্রকাশিত হয় । ছোটোগল্প, ছড়া / কিশোর কবিতা, ভ্রমণ বৃত্তান্ত, বিখ্যাত মানুষদের মজার ঘটনা, রহস্য, ঐতিহাসিক প্রবন্ধ, স্বাস্থ্য সচেতনতা, অন্যান্য মৌলিক রচনা প্রভৃতি বিষয়ক কিশোর সাহিত্য পাঠাতে পারেন আমাদের দপ্তরে। এছাড়া নিজের হাতে আঁকা, নিজের তোলা ছবি ও পাঠাতে পারেন। jpg, .jpeg format এ। আমাদের পত্রিকায় নিয়মিত লেখার সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য। 


ধন্যবাদ

  প্রিয়ঙ্কন চ্যাটার্জী

পেশায় অর্থনীতির শিক্ষক এবং গবেষক। নেশায় সাহিত্যপ্রেম।  সেই সাহিত্যপ্রেম থেকেই খোলা হাওয়া পত্রিকার ভাবনা। পত্রিকার একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে শুরু করার পরে বর্তমানে পত্রিকার সম্পাদকমন্ডলীতে পত্রিকা পরিচালনার দায়িত্বে রয়েছি এবং অবসরে সুযোগ পেলে লেখালিখি করি।

অর্ণব চৌধুরী

পেশাগত কারনে বর্তমানে জার্মান নিবাসী, বিজ্ঞান নিয়ে খুট খাট, পোশাকি নাম, পদার্থবিজ্ঞানী। বই পড়তে ভালো বাসি, সঙ্গে অল্প বিস্তর কবিতা বা প্রবন্ধ লেখার চেষ্টা। খোলা হাওয়ার একসময়ের প্রতিষ্ঠাতা সদস্য থেকে গবেষণার চাপে এখন অলসতম সদস্য, যদিও সহ সম্পাদক হয়ে বসে আছি।

প্রয়াস চন্দ

ছাত্রাবস্থা এখনও চলছে...  অবসরে এবং ডিপ্রেসনে হিজিবিজি লেখার নেশা আছে। যেকোন রকম ভালো সাহিত্য উপাদানের অনুরাগী, বাছবিচার একেবারেই নেই।  "খোলা হাওয়া"-র  "মিডিয়া হ্যান্ডলার " এর পদ টা সামলানোর 'প্রয়াস' চালাচ্ছি কোনরকমে।

FB_IMG_1563534496718.jpg
17499235_1814940945498240_54959788195360
FB_IMG_1563534042323.jpg
home.png

পল্লবী লাহিড়ী

পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইনার।  বই পড়তে সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি। বই পড়ার ব্যাপারে বাছবিচার না থাকলেও কল্প বিজ্ঞান , গোয়েন্দা-কাহিনী, কমিক্স পড়তে বেশি ভালোবাসি। এই পত্রিকায় অলংকরণের কাজে বহাল। তবে সম্পাদক মহাশয়দের কাজে তাঁদের সাহায্য করে থাকি।

পল্লবী দাস

পেশায় চাকুরীজীবি. অবকাশে সংগীত চর্চা । বই পড়া ইত্যাদির নেশাও রয়েছে। যদিও খোলা হাওয়া পত্রিকায় প্রথম যোগদান করা কভার মডেল হিসাবে, বর্তমানে এই  পত্রিকার একজন আলংকারিক।

মেঘা মুখার্জী

বাংলা সাহিত্যের ছাত্রী। ভালোবাসি আঁকতে আর গান গাইতে। তারই মধ্যে বিভিন্ন গল্পের বই পড়তে ভালোলাগে। খোলা হাওয়ার নতুন সদস্যা। আপাতত অঙ্কন বিভাগের দায়িত্বে আছি আর প্রতিনিয়ত নতুন কিছু শিখছি।
DSC_0853_1523285377964.jpg
IMG-20190526-WA0012.jpg
WhatsApp Image 2019-07-19 at 7.02.45 PM.
bottom of page